Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সুতারপুর মাদ্রাসা ফিসারীজ
Location
নেত্রকোনা-আটপাড়া রাস্তায় সুতারপুর গ্রামে অবস্থিত।
Transportation
আটপাড়া হইতে বাস, টেম্পু, অটোরিক্সা, মোটর-সাইকেল ইত্যাদি যোগে যাওয়া যায়।
Details

 সুতারপুরমাদ্রাসার ফিসারিজ আটপাড়া উপজেলার মধ্যে একটি অন্যতম ফিসারিজ। এই ফিসারিজেবিভিন্ন প্রকার মাছ চাষ করা হয়। যেমন:- পানকাস, তেলাপিয়া, রুই, সিলবারইত্যাদি চাষ করা হয়। এই ফিসারিজ থেকে প্রতি ৬ মাস পরপর মাস বিক্রি করা। এইফিসারিজ থেকে যা আয় হয় তা সুতারপুর মাদ্রাসা ব্যয় করা হয়।ফিসারিজ এর আয়ের টাকা দিয়েঅনেকগরীভ ছাত্রদের পড়া লেখার ব্যয় মাদ্রাসার পরিচালক বহন করে থাকেন। প্রতি ৬মাসে এই ফিসারি থেকে অনেক টাকা আয় করা হয়ে থাকে। এই ফিসারিজে বিভিন্ন রকমেরমাছ চাষ করা হয়ে থাকে। মাছের সবছেয়ে বেশি মাছ চাষ করা হয় পানকাস ওতেলাপিয়া। পানকাস মাছ চাষ করে এই ফিসারি থেকে অনেক টাকা আয় করা হয়। পানকাসমাছ চাষ করে খুব সহজে অনেক টাকা আয় করা সম্ভব। যা সুতার পুর মাদ্রাসারফিসারিজ প্রতি মাসে অনেক টাকা আয় করে থাকে। এবং তেলাপিয়া মাছ চাষ করেসুতারপুর মাদ্রাসার ফিসারিজ থেকে প্রতি মাসে অনেক টাকা আয় করে থাকে। সুতরাংবলা যায় যে, সুতারপুর মাদ্রাসার ফিসারিজ মাছ চাষ করে এই গ্রামের খাদ্যেরপুষ্টি চাহিদা অনেক অংশে কমিয়ে এনেছে।