Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
কোনাপাড়া ব্রীজ
Details

কোনাপাড়া ব্রীজটি কোনাপাড়া বাজারের সাথে স্বরমুশিয়া গ্রাম এবং ইউনিয়নপরিষদকে সংযুক্ত করেছে। এই ব্রীজটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৩ইং সালেরজানুয়ারী মাসে। এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বর্তমান আটপাড়া-কেন্দুয়ারসংসদ সদস্য মন্জুর কাদের কোরায়শী। প্রায় ২০০ফুট লম্বা এবং ২২ফুট চওড়া এইব্রীজটি নেত্রকোনা-আটপাড়া মধ্য দিয়ে প্রবাহিত মগড়া নদীর উপর তৈরি করাহয়েছে।এ ব্রিজ দিয়ে আটপাড়া উপজেলা, তেলিগাতী এবং মদন উপজেলার জনগণ বিভিন্ন যানবাহনে যোগাযোগ ও বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। এ ব্রিজ টি নেত্রকোণা জেলা সদর হতে আটপাড়া এবং মদন উপজেলার বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ স্থাপন করেছ।