কোনাপাড়া ব্রীজটি কোনাপাড়া বাজারের সাথে স্বরমুশিয়া গ্রাম এবং ইউনিয়নপরিষদকে সংযুক্ত করেছে। এই ব্রীজটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৩ইং সালেরজানুয়ারী মাসে। এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বর্তমান আটপাড়া-কেন্দুয়ারসংসদ সদস্য মন্জুর কাদের কোরায়শী। প্রায় ২০০ফুট লম্বা এবং ২২ফুট চওড়া এইব্রীজটি নেত্রকোনা-আটপাড়া মধ্য দিয়ে প্রবাহিত মগড়া নদীর উপর তৈরি করাহয়েছে।এ ব্রিজ দিয়ে আটপাড়া উপজেলা, তেলিগাতী এবং মদন উপজেলার জনগণ বিভিন্ন যানবাহনে যোগাযোগ ও বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। এ ব্রিজ টি নেত্রকোণা জেলা সদর হতে আটপাড়া এবং মদন উপজেলার বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ স্থাপন করেছ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস